ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে ট্রলিভ্যান চাপায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
টঙ্গীতে ট্রলিভ্যান চাপায় শিশুর মৃত্যু

গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে ট্রলিভ্যান চাপায় অর্পিতা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় শনিবার (০৭ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



নিহত অর্পিতা নেত্রকোনার সুষম দুর্গাপুর উপজেলার সাধুপাড়া গ্রামের তপন চন্দ্র দে’র মেয়ে। তপন চন্দ্র দে সপরিবারে স্থানীয় নূরুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে ব্যাগ সেলাইয়ের কাজ করেন।
 
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় বাড়ির পাশে সরকার বাড়ির রোডে কয়েক শিশুর সঙ্গে খেলা করছিল অর্পিতা। এ সময় একটি বালি বোঝাই ট্রলিভ্যানের চাপায় ঘটনাস্থলেই মারা যায় সে।

পরে স্থানীয়রা ট্রলিভ্যান চালক আবদুল সাত্তারকে আটক করে পুলিশে দেন। এ ঘটনায় টঙ্গী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।