ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

‘ব্লগার হত্যায় জড়িতদের চিহ্নিত করেছি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
‘ব্লগার হত্যায় জড়িতদের চিহ্নিত করেছি’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ব্লগার হত্যায় জড়িতদের চিহ্নিত করে তাদের বিচার কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শনিবার (৭ নভেম্বর) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ উপলক্ষে মেজর খালেদ মোশাররফ স্মরণসভায় এ কথা বলেন তিনি।



স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্লগার হত্যায় পাঁচটি মামলার তিনটির চার্জশিট জমা হয়ে গেছে। এগুলোর বিচার কাজ শুরু হয়েছে। বাকি দু’টির চার্জশিট জমা দেওয়া বাকি আছে।

তিনি বলেন, জড়িতদের চিহ্নিত করে ফেলেছি। দেশি ও আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে একাত্তরের পরাজিত শক্তি, পঁচাত্তরের বঙ্গবন্ধুর খুনিরা, ২১ আগস্টের গ্রেনেড হামলার চক্রান্তকারীরা ঘুরে ফিরে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। দেশের মানুষ ধর্মভীরু হলেও ধর্মান্ধ নয়। আমরা সেসব মানুষদের আশার ওপর ভর করে এগিয়ে যেতে চাই।

কামাল আরও বলেন, যুদ্ধাপরাধীদের বিচারকে কেন্দ্র করে এসব ঘটনা ঘটছে। তারা এ ঘটনাগুলো ঘটানোর পর আইএস, আনসারুল্লাহ নাম দিয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি করতে চাইছে। সব কিছুই তারা করছে যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম বানচাল করতে।

যারাই বিএনপি-জামায়াত-শিবির তারাই আইএস, তারাই আনসারুল্লাহ বলেও মন্তব্য করেন তিনি।

স্মরণসভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, খালেদ মোশাররফের মেয়ে মাহজাবিন খালেদ।

সভায় সভাপতিত্ব করেন খালেদ মোশাররফের স্ত্রী সালমা খালেদ।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
আরএইচএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।