সাভার(ঢাকা): সাভারে পৃথক দু’টি স্থান থেকে এক নবজাতক ও এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (০৭ নভেম্বর) সকালে সাভারের আমিনবাজারের বড়দেশি গ্রাম ও বক্তারপুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্র বাংলানিউজকে জানায়, সকালে আমিনবাজারের বড়দেশি গ্রামের একটি ময়লার স্তুপে এক নবজাতকের মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
অন্যদিকে সকালে বক্তারপুর এলাকায় একটি বাড়িতে ঝুলন্ত অবস্থায় নারী গার্মেন্টস শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের নাম ইয়াসমিন আক্তার (২২)। স্বামীর নাম সাইদুল মিয়া। তারা বক্তারপুরের ইফাদ মুন্সির বাড়িতে ভাড়া থাকতেন।
পরে পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত নারীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী সাইদুল পলাতক রয়েছেন।
সাভার থানার এসআই জাকারিয়া জানান, এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এএসআর