বাগেরহাট: ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অপরাধে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) রাত ১টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
এরা হলেন- মোরেলগঞ্জ পৌর শহরের সেরস্তাদার বাড়ির স্বপন কুমার পোদ্দারের ছেলে চপল কুমার পোদ্দার (২৭) ও কলেজ রোডের আদর্শ পাড়ার মান্নান সিকদারের ছেলে মাঞ্জুরুল সিকদার পলাশ (৩১)।
শনিবার সকালে মোরেলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ (১), (২) ও ৬৬ ধারায় মামলা দায়ের করেন। মামলায় চপল ও পলাশের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা আরও দুই/তিনজনকে আসামি করা হয়েছে।
ওই মামলায় গ্রেফতার দেখিয়ে চপল ও পলাশকে দুপুর ১২টায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বলেন, পলাশ ও চপল পবিত্র কোরআনের আয়াত নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেন। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অপরাধে তাৎক্ষণিকভাবে ওই দুই যুবককে গ্রেফতার করে পুলিশ।
এছাড়া হামলার আশঙ্কায় ওই দুই যুবকের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এসআই