ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

‘মেধাবী প্রজন্মই দেশকে এগিয়ে নেবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
‘মেধাবী প্রজন্মই দেশকে এগিয়ে নেবে’

ময়মনসিংহ: মেধাবী প্রজন্মই দেশকে এগিয়ে নেবে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা।

তিনি বলেন, উচ্ছ্বল মেধাবীরা অপরাজেয়।

তাদের জ্ঞান প্রদীপের আলোয় আলোকিত হয়েছে দেশ। এ মেধাবীরাই একদিন দেশকে নেতৃত্ব দেবে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে নগরীর টাউন হল মাঠে ময়মনসিংহ পৌরসভার উদ্যোগে চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
পৌরসভার উদ্যোগে ৫ম বারের মতো কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করেন ময়মনসিংহের পৌর মেয়র ইকরামুল হক টিটু। এ অনুষ্ঠানে মোট এক হাজার ২৯৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

মেয়রের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুমিনুন্নিসা সরকারি কলেজের প্রিন্সিপাল এনএম শাহজাহান সরকার, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের প্রিন্সিপাল একেএম আবদুর রফিক, ময়মনসিংহের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবু আহাম্মদ আল মামুন ও সংবর্ধনা কমিটির আহ্বায়ক কাউন্সিলর মাহবুবুর রহমান হেলাল প্রমুখ।

কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে সভাপতির বক্তব্যে পৌরসভার মেয়র বলেন, উচ্চশিক্ষার পাশাপাশি মানবিক ও সামাজিক গুণাবলি নিয়ে তোমাদের এগিয়ে যেতে হবে। স্বাধীনতার চেতনাকে লালন করে এ দেশকে তোমাদেরই এগিয়ে নিয়ে যেতে হবে।

পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
এমএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।