ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে অটো রাইস মিল অফিসে ভাঙচুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
ময়মনসিংহে অটো রাইস মিল অফিসে ভাঙচুর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহ সদর উপজেলার ভাবখালী ইউনিয়নের চুরখাই বাজার এলাকায় স্থানীয় আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) মজিবুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়েছে সন্ত্রাসীরা।

এ সময় ওই ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশ বাক্সে থাকা অটোমেটিক রাইস মিলের চাল বিক্রির ৪ লাখ ৬৫হাজার টাকা লুট হয়েছে বলে দাবি করছেন ওই মিল মালিক।



শুক্রবার (১৩ নভেম্বর) এ ঘটনায় মেসার্স হৃদয় অটো রাইস মিলের ক্যাশিয়ার খোকন মিয়া বাদী হয়ে কোতয়ালি থানায় একটি মামলা করেছেন।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, হামলার ঘটনায় ছয়জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। আসামিদের ধরতে পুলিশের চেষ্টা চলছে।
 
অটো রাইস মিলের ক্যাশিয়ার খোকন মিয়া বাংলানিউজকে জানান, পূর্ব বিরোধের জের ধরে বৃহস্পতিবার রাতে রাইস মিলের অফিসে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এ সময় অফিসের আসবাবপত্র ভাংচুর করে।

স্থানীয় শহীদুল ইসলাম ফকির ও হাবিবুর রহমান হবির নেতৃত্বে হামলায় ২০ থেকে ২৫ জন লোক অংশ নেয় বলে জানান তিনি।  

খোকন বলেন, ‘এ সময় আমাকে মারধর করে গদি ঘর ভাঙচুর করে  ক্যাশ থেকে ৪ লাখ ৬৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় তারা। ’

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
এএমকে/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।