ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে ২ মাদকসেবীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
মেহেরপুরে ২ মাদকসেবীর কারাদণ্ড

মেহেরপুর: মাদকদ্রব্য সেবনের দায়ে মেহেরপুরে দুই মাদকসেবীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন এ আদেশ দেন।



দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- মেহেরপুর সদরের আশরাফপুর গ্রামের জব্বার শেখ (৪৩) ও গোপালপুর গ্রামের রবিউল ইসলাম (৩৫)।
 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব বাংলানিউজকে বলেন,  বৃহস্পতিবার রাতে মেহেরপুর সদর উপজেলার পৃথক স্থান থেকে ১৫ গ্রাম গাঁজাসহ জব্বার ও রবিউলকে আটক করে পুলিশ।

দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
এএটি/এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।