ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
খাগড়াছড়িতে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের সহযোগিতায় খাগড়াছড়িতে প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।  

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি প্রেসক্লাবের হলরুমে কর্মশালার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়ার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের অধ্যায়ন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক জাহাঙ্গীর হোসেন, উত্তরা বিশ্ববিদ্যালয়ের মিডিয়া বিভাগের পরিচালক রহমান মোস্তাফিজ, পিআইবির প্রতিবেদক জিলহাস হোসেন প্রমুখ।

সমাপনী অনুষ্ঠান শেষে কর্মশালায় অংশগ্রহণকারী স্থানীয় প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত ৩৫ জন সাংবাদিকের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

কর্মশালায় সংবাদ সংগ্রহ, সংবাদ কাঠামো, রিপোর্টিংয়ের ধরন, লেখার ধরন, সংবাদ সম্পাদনা, তথ্য অধিকার আইনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।