ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ব্রা‏হ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
ব্রা‏হ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ ছবি: প্রতীকী

ব্রা‏হ্মণবাড়িয়া: দুধ বিক্রি নিয়ে কথা কাটাকাটির জের ধরে ব্রা‏হ্মণবাড়িয়া সদরে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।  
 
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে সদর উপজেলার সরাইল বিশ্বরোড মোড় সংলগ্ন খাঁটিহাতা গ্রামে এ ঘটনা ঘটে।

 
 
পুলিশ জানায়, খাঁটিহাতা গ্রামের ইউপি সদস্য আবু চান মিয়ার অনুসারী মমিন মিয়া (২০) বিশ্বরোড মোড় বাজার এলাকায় দুধ বিক্রি করতে যান। এ সময় দুধের দাম নিয়ে একই গ্রামের আব্দুর রহমানের অনুসারী ফিরোজ মিয়ার (৪০) কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
 
এর জের ধরে দুপুর ১টার দিকে উভয় পক্ষের লোকজন লাঠিসোটা, ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে গ্রামের মধ্যবর্তী আমন ধানের জমিতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়।
 
আহতদের মধ্যে আজিজুল মিয়া (১৮) নামে এক যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া, তিনজনকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আবদুর রশিদ (৫৫) নামে একজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয়রা জানায়, সংঘর্ষে গ্রামের অনেক ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে ব্রাহ্মণবাড়িয়া সদর  ও সরাইল থানা পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
ব্রা‏হ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বাংলানিউজকে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
 
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।