ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

দুধে ভেজাল মেশানোয় বাবা-ছেলেকে ৩ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
দুধে ভেজাল মেশানোয় বাবা-ছেলেকে ৩ লাখ টাকা জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাবনা: পাবনার সাঁথিয়া উপজেলায় দুধে ভেজাল মিশিয়ে বিক্রির করার অপরাধে বাবা ও ছেলেকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধা ৭টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।


দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার রঘুরামপুর গ্রামের বাচ্চু প্রামাণিক ও তার ছেলে সুজন।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ডিএডি এনামুল হক বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৪টার দিকে র‌্যাবের একটি দল উপজেলার
রঘুরামপুর গ্রামে অভিযান চালায়। এসময় দুধে ভেজাল মিশিয়ে বিক্রি করার অপরাধে বাচ্চু ও তার ছেলে সুজনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির কর‍া হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের তিন লাখ টাকা জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।