ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে লেগেছে পৌর নির্বাচনের হাওয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
সাভারে লেগেছে পৌর নির্বাচনের হাওয়া ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সাভারে মিছিল-সমাবেশ করেছেন সম্ভাব্য প্রার্থীরা।

শুক্রবার (১৩ নভেস্বর) বিকেলে সাভার পৌর আওয়ামী লীগের উদ্যোগে সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে একটি মিছিল বের হয়।



মিছিলটি ঢাকা আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে উপস্থিত ছিলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ও সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল গনি। সাধারণ সম্পাদক মানিক মোল্ল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম রাজীবসহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।