ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কর্মক্ষম দক্ষ জনশক্তি তৈরি করতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
কর্মক্ষম দক্ষ জনশক্তি তৈরি করতে হবে ছবি: কাশেম হারুণ- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশ-বিদেশে কর্মক্ষম দক্ষ জনশক্তি তৈরি করতে পারলে স্বল্প সময়ের মধ্যে মধ্যম আয়ের বাংলাদেশ বিনির্মাণ সম্ভব বলে মনে করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ড. মহিউদ্দিন খান আলমগীর।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে নবীন-প্রবীণ ডিপ্লোমা প্রকৌশলীদের সম্মিলনে এ মতামত ব্যক্ত করেন তিনি।



৮ নভেম্বর গণপ্রকৌশল দিবস-২০১৫ উপলক্ষে আইডিইবি’র সপ্তাহব্যাপী আয়োজনের শেষ দিন শুক্রবার। এদিনে ‘সমাপনী ও নবীন-প্রবীণ ডিপ্লোমা প্রকৌশলীদের সম্মিলন’ করে ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট রহমত আলী এমপি। বক্তব্য দেন সাবেক এমপি এবিএম আনোয়ারুল হক, আইডিইবি’র সভাপতি একেএম হামিদ, সাধারণ সম্পাদক শামসুর রহমানসহ অবসরপ্রাপ্ত ডিপ্লোমা প্রকৌশল সংগঠনের নেতা, ডিপ্লোমা প্রকৌশল ছাত্র সংগঠনের নেতারা।

সমাপনী অনুষ্ঠানে মহিউদ্দিন খান আলমগীর বলেন, প্রতি চারজন কর্মক্ষম জনসংখ্যার একজন বিদেশে কাজ করেন। তাদের উপার্জিত আয় থেকে পাঠানো অর্থের হিসেব অনুযায়ী বার্ষিক আয় হয় ১৪ মিলিয়ন ডলার। এ জনশক্তির অধিকাংশই দক্ষ নয়। এদের দক্ষ করে পাঠালে আমাদের বার্ষিক আয় দাঁড়াবে ৩০ মিলিয়ন ডলারে।

এভাবে দেশে ও দেশের বাইরে কর্মক্ষম দক্ষ জনশক্তি তৈরি করতে পারলেই স্বল্প সময়ের মধ্যে মধ্য আয়ের বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে।

এসময় প্রকৌশলীদের উদ্দেশে তিনি বলেন, আসুন মানুষের কল্যাণে এগিয়ে যাওয়ার ব্রত গ্রহণ করি। জয় আমাদের হবেই।

আইডিইবি’র সভাপতি একেএম হামিদ বলেন, এগিয়ে যাওয়ার জন্য প্রযুক্তি জনপ্রিয় করা দরকার। প্রযুক্তিতে গণমানুষের সমঅধিকার প্রতিষ্ঠা করতে হবে।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
এসইউজে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।