ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কেশবপুরে মোটরসাইকেল চুরির চেষ্টাকালে আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
কেশবপুরে মোটরসাইকেল চুরির চেষ্টাকালে আটক ১ ছবি: প্রতীকী

যশোর: যশোরের কেশবপুরে পুলিশ সদস্যের ব্যবহৃত মোটরসাইকেল চুরির চেষ্টাকালে আজিম বিশ্বাস নামে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।   
 
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কড়িয়াখালী গ্রামে হা-ডু-ডু খেলা চলাকালে এ ঘটনা ঘটে।

 
 
আটক আজিম বিশ্বাস অভয়নগর উপজেলার পুচাড়িয়া গ্রামের মৃত আব্দুর রশিদ বিশ্বাসের ছেলে।  
 
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন বাংলানিউজকে বলেন, উপজেলার সাতবাড়িয়া এলাকার বাসিন্দা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের দুই সদস্য ব্যক্তিগত মোটরসাইকেলে করে স্থানীয় কড়িয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হা-ডু-ডু খেলা দেখতে যান।  
 
এ সময় সংঘবদ্ধ চোরচক্র ওই মোটরসাইকেল দু’টির তালা ভেঙে চুরির চেষ্টা করে। বিষয়টি বুঝতে পেরে এলাকাবাসী আজিম বিশ্বাসকে আটক করে। এ সময় অপর সহযোগী মণিরামপুরের ঢাকুরিয়া গ্রামের জাহাঙ্গীর গাজী পালিয়ে যান।
 
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫ 
এমজেড
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।