ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

হা-ডু-ডু প্রতিযোগিতা

কেশবপুরে খানপুর প্রথম ও অহেদপুর দ্বিতীয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
কেশবপুরে খানপুর প্রথম ও অহেদপুর দ্বিতীয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: যশোরের কেশবপুর উপজেলায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।   এ খেলায় মণিরামপুরের খানপুর প্রথম ও অহেদপুর দ্বিতীয় স্থান অধিকার করেছে।



শুক্রবার (১৩ নভেম্বর) দিনব্যাপী উপজেলার কড়িয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় আটটি দল অংশগ্রহণ করে। খেলায় বায়সা গ্রামের মাস্টার নজরুল ইসলাম ও কালের কণ্ঠের কেশবপুর প্রতিনিধি সাংবাদিক নুরুল ইসলাম রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন।  

কড়িয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কুমারেশ দাস বাংলানিউজকে বলেন, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আট দলের প্রত্যেক দলে ছয়জন করে খেলোয়াড় অংশ নেয়।

এ সময় উপস্থিত ছিলেন কড়িয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটির সভাপতি ডা. মনোরঞ্জন দাস, শিক্ষক কুমারেশ দাস ও আব্দুস সাত্তার, বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট সাংবাদিক উত্তম ঘোষ, আয়োজক কমিটির সদস্য আব্দুল গফ্ফার, দলিল লেখক আব্দুল মজিদ, বিকাশ ঘোষ বাবু, টিপু সুলতান, মেহেদী হাসান ও আমিনুর রহমান প্রম‍ুখ।

খেলা শেষে প্রথম স্থান অধিকারী খানপুর দলকে একটি রঙিন টেলিভিশন ও দ্বিতীয় স্থান অধিকারী অহেদপুর দলকে একটি বাইসাইকেল উপহার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২৩১৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।