ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ভোলাহাটে ৮৯৭ বোতল ফেনসিডিলসহ ২ ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
ভোলাহাটে ৮৯৭ বোতল ফেনসিডিলসহ ২ ব্যবসায়ী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা থেকে ৮৯৭ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে তাদের আটক করা হয়।



আটক মাদক ব্যবসায়ীরা হলেন চাঁনশিকারী গ্রামের আব্দুর রহমান (৫২) ও শাবান আলীর ছেলে রবিউল ইসলাম (৩৫)।

র‌্যাব জানায়, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাঁনশিকারী গ্রামের আব্দুর রহমান ও রবিউল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাদের বসতঘর থেকে ৮৯৭ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল, ২টি মোবাইল ফোন ও নগদ-১ হাজার ৩শ’ টাকাসহ ২ ব্যবসায়ীকে আটক করে।
   
এ ব্যাপারে র‌্যাব ৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এ এস পি অলোক বিশ্বাস বাংলানিউজকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ ব্যাপারে ভোলাহাট থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ২৩৪৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।