ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শিক্ষা সফরের বাসে হামলা, চালককে মারধর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
শিক্ষা সফরের বাসে হামলা, চালককে মারধর

বরিশাল: শিক্ষা সফর শেষে ফেরার পথে বরিশাল সরকারি মহিলা কলেজের ছাত্রী ও শিক্ষকদের বহনকারী বাসে হামলা চালিয়ে চালককে মারধর ও মোবাইল এবং টাকা-পয়সা ছিনিয়ে নিয়েছে কতিপয় বখাটে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতাল রোডের অমৃত লাল দে কলেজের সামনে এ ঘটনা ঘটে।



এ সময় বাসের ভেতরে থাকা শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করে।

বরিশাল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম এনায়েত হোসেন বাংলানিউজকে জানান, তারা কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফর শেষে যশোর থেকে বরিশালে ফিরছিলেন। কলেজ ক্যাম্পাসে আসার সময় নতুন বাজার এলাকা অতিক্রমকালে আবু মিয়ার খাবার হোটেলের সামনে রাখা একটি মোটরসাইকেল পড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়।

তবে মোটরসাইকেলটি বাসের ধাক্কায় পড়েনি জানিয়ে তিনি বলেন, বাসটি ওইস্থানে চলমান একটি অটোরিকশাকে অতিক্রম করছিলো। এ সময় অটোরিকশাটির ধাক্কায় মোটরসাইকেলটি পড়ে যায়।

এ ঘটনাকে কেন্দ্র করে কতিপয় যুবক বাসটিকে ধাওয়া করে অমৃত লাল দে কলেজের সামনে গতিরোধ করেন। এ সময় ওই যুবকরা বাসের ভেতর থেকে চালককে নামিয়ে বেদম মারধর করেন এবং বাসের চাবি নিয়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

খবর পেয়ে পুলিশ এসে বাসের চাবি উদ্ধার করলেও কাউকে আটক করতে পারেনি।

এদিকে এ বিষয়ে বাসের মালিক ও বরিশাল বাস মালিক সমিতির সভাপতি আফতাব হোসেন জানান, ওই যুবকেরা বাসের চালক শামীমকে মারধর করে তার সঙ্গে থাকা মোবাইল ও টাকা-পয়সা নিয়ে গেছেন। এ ঘটনায় তিনি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

বিষয়টি শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) আনসার উদ্দিন।

বাংলাদেশ সময়: ০০১৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।