ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে গণপিটুনিতে ৪ ডাকাত নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
ফরিদপুরে গণপিটুনিতে ৪ ডাকাত নিহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের চরদুর্গাপুর ও চৌধুরীডাঙ্গি গ্রামে গণপিটুনিতে ৪ ডাকাত নিহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের নামপরিচয় এখনো জানা যায়নি।

চরমাধবদিয়া ইউনিয়নের চেয়ারম্যান তুহিনুর রহমান মন্ডল বাংলানিউজকে জানান, গণপিটুনিতে ইউনিয়ের চরদুর্গাপুর গ্রামে ২জন ও চৌধুরীডাঙ্গি এলাকায় আরো ২জনসহ মোট ৪জন সন্দেহভাজন ডাকাত নিহত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ২টার দিকে ওই গ্রামে মমিন খাঁ’র বাড়িসহ আশেপাশের ৪টি বাড়িতে ১০/১২ জন ডাকাত হানা দেয়। ডাকাতরা বাড়ির সবাইকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার লুটে নিয়ে পালিয়ে যায়।

এসময় বাড়ির লোকজন চিৎকার দিলে এলাকাবাসী চারদিক থেকে ডাকাতদের ঘেরাও করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই ৪ ডাকাত নিহত হয়। ডাকাতদের হামলায় ৩ গ্রামবাসীও আহত হয়েছেন বলে জানা গেছে।

সহকারী পুলিশ সুপার (এএসপি) মহিউদ্দিন আহম্মেদ বলেন, ডাকাতি করে পালানো সময় গ্রামবাসী তাদের ধাওয়া করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই ৪জন নিহত হয়।   ঘটনাস্থল থেকে একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়েছে।

নিহতদের মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এএসপি।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বাংলানিউজকে জানান, এ ঘটনার পর ওই দুই এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।