ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সিএমএ পুরস্কার দেবে সিটি ব্যাংক ও সাজেদা ফাউন্ডেশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
সিএমএ পুরস্কার দেবে সিটি ব্যাংক ও সাজেদা ফাউন্ডেশন

ঢাকা: ১১শ ‘সিটি ক্ষুদ্র উদ্যোগ’ (সিএমএ) পুরস্কার দেবে সিটি ব্যাংক এনএ ও সাজেদা ফাউন্ডেশন। এবার পাঁচটি বিভাগে এ পুরস্কার দেওয়া হবে।



শনিবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ান বাজারের একটি কনফারেন্স হলে এর আনুষ্ঠানিক ঘোষণা দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও অর্থনীতিবিদ ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি সিএমএ পুরস্কারের জন্য গঠিত পরামর্শক পর্ষদের সদস্য।

ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, উদ্যোক্তা উন্নয়ন ক্ষুদ্র উদ্যোগকে অনুপ্রেরণা যোগাতে ২০০৪ সালে সিটি ফাউন্ডেশন ও গ্লোবাল স্টুডেন্টস অ্যালায়েন্সের যৌথ উদ্যোগে ৮টি দেশে গ্লোবাল ক্ষুদ্র উদ্যোক্তা পুরষ্কার দেওয়া হয়।

জাতিসংঘ ক্ষুদ্রঋণ বর্ষ-২০০৫ সালে ৩০টি দেশে পুরস্কার কর্মসূচি বর্ধিত করে। ২০০৬ সাল থেকে সিটি ফাউন্ডেশন সিএমএ-এর সার্বিক দায়িত্ব নেয়।

এবছর সিটি ব্যাংক এনএ ও সাজেদা ফাউন্ডেশন যৌথভাবে ১১শ সিএমএ পুরস্কার দেবে।

বিভাগ গুলো হলো- বছরের শ্রেষ্ঠ সৃজনশীল ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা, বছরের শ্রেষ্ঠ ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা, বছরের শ্রেষ্ঠ কৃষি ক্ষুদ্র উদ্যোক্তা, বছরের শ্রেষ্ঠ নারী ক্ষুদ্র উদ্যোক্তা, বছরের শ্রেষ্ঠ ক্ষুদ্র উদ্যোক্তা।

‘বছরের শ্রেষ্ঠ সৃজনশীল ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা পাবে চার লাখ টাকা, বছরের শ্রেষ্ঠ ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা পবে তিন লাখ টাকা, বছরের শ্রেষ্ঠ কৃষি ক্ষুদ্র উদ্যোক্তা পাবেন তিন লাখ পঞ্চাশ হাজার টাকা, বছরের শ্রেষ্ঠ ক্ষুদ্র উদ্যোক্তা পাবেন চার লাখ পঞ্চাশ হাজার টাকা।

এছাড়া বছরের শ্রেষ্ঠ নারী ক্ষুদ্র উদ্যোক্তা, শ্রেষ্ঠ ক্ষুদ্র উদ্যোক্তা, শ্রেষ্ঠ কৃষি ক্ষুদ্র উদ্যোক্তা বিভাগের প্রত্যেক রানারআপ পাবেন এক লাখ টাকা।

উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচনসহ সামগ্রিক উন্নয়নে অবদানে গত ১০ বছর ধরে সিটি ফাউন্ডেশন ক্ষুদ্র উদ্যোক্তা ও ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থাগুলোকে সিটি ক্ষুদ্র উদ্যোগ পুরস্কার (সিএসএ) দিয়ে আসছে।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
এসএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।