ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

‘সমাজে একে অন্যের প্রতি শ্রদ্ধা কমে গেছে’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
‘সমাজে একে অন্যের প্রতি শ্রদ্ধা কমে গেছে’ ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সমাজে একে অন্যের প্রতি শ্রদ্ধাবোধ কমে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান।

সোমবার (১৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় সিরডাপ মিলনায়তনে সুজাতুল ইসলামের জন্ম শতবার্ষিকী ও স্মারকগ্রন্থ উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।



অনুষ্ঠানে ড. মিজানুর রহমান বলেন, আমাদের সমাজে একের প্রতি অন্যের শ্রদ্ধাবোধ নেই। আর এ জন্যই নানা ধরনের হীন ঘটনা ঘটছে।

সমাজকে এগিয়ে নিতে এসব সমস্য দূর করে সহিষ্ণু ও শ্রদ্ধাবোধ একান্ত জরুরি বলে মনে করেন তিনি।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস আনিসুজ্জামান, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবাহান চৌধুরী, সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন প্রমুখ।

সুজাতুল ইসলামের বড় ছেলে সাংবাদিক শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে কোরান তেলাওয়াত করেন মাওলানা আমিনুল ইসলাম খান।

স্মারক গ্রন্থ নিয়ে বক্তব্য দেন সুজাতুল ইসলামের আরেক ছেলে ড. এম শাহ আলম।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
এমএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।