ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

খুলনা আইনজীবী সমিতির নির্বাচন ২৯ নভেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
খুলনা আইনজীবী সমিতির নির্বাচন ২৯ নভেম্বর

খুলনা: খুলনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন ২৯ নভেম্বর (রোববার) অনুষ্ঠিত হবে। এরই মধ্যে নির্বাচনকে ঘিরে আইনজীবীদের মধ্যে তুমুল প্রচারণা শুরু হয়েছে।



এবার নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এবং সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ নামের  দু’টি প্যানেল অংশ নিচ্ছে।  

চূড়ান্ত  ভোটার তালিকা অনুযায়ী নির্বাচনে এক হাজার ১৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সভাপতি পদে প্রার্থী হয়েছেন সাবেক দুইবারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান পপলু। আর সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট কে এম ইকবাল হোসেন।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে অন্যান্য পদের প্রার্থীরা হলেন-সহ সভাপতি অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট  কে এম জিন্নাত আলী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সমীর কুমার ঘোষ, লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট এস এম আবু রাসেল, সাহিত্য  ও সংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মো. কামরুল হোসেন জোয়ার্দ্দার।

এ ছাড়া সদস্য পদে প্রশান্ত কুমার গাইন, শেখ আশরাফ আলী পাপ্পু, সঞ্জয় পাল, মো. আসাদুজ্জামান গাজী মিল্টন, হালিমা খাতুন শিউলী, শেখ শামীম আহম্মেদ পলাশ ও সাদিক মোহাম্মদ সাদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ থেকে সভাপতি পদে প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট  শেখ নুরুল হাসান রুবা। আর সাধারণ সম্পাদক পদে লড়ছেন অ্যাডভোকেট  চৌধুরী আব্দুস সবুর।

এছাড়া সহ সভাপতি পদে অ্যাডভোকেট সরদার আব্দুল জলিল ও অ্যাডভোকেট  মো. মোশারেফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এজাজুল হাসান শিকদার, লাইব্রেরি সম্পাদক পদে এস এম  মোহিতুর রহমান এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে কাজী খালিদ হাসান জনি নির্বাচন করছেন।

এ ছাড়া সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- মাহামুদা খাতুন, মো. মুজাহিদুল ইসলাম শামীম, আল ফয়সাল সিদ্দিকি, জি এম মাসুদ করিম, ইয়াছিন বিন সদর, মো. মনিরুল ইসলাম ও মো. শহিদুল ইসলাম।

তিন সদস্যের নির্বাচন পরিষদের চেয়ারম্যান হিসেবে আছেন অ্যাডভোকেট এ এম আহমেদ উল্লাহ।

এছাড়া অ্যাডভোকেট রজব আলী সরদার ও অ্যাডভোকেট এফ এম আক্তারুজ্জামান সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা,  নভেম্বর ১৪, ২০১৫
এমআরএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।