ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে গুলিভর্তি পিস্তলসহ আটক ১

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
রূপগঞ্জে গুলিভর্তি পিস্তলসহ আটক ১ ছবি: প্রতীকী

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে গুলিভর্তি বিদেশি পিস্তলসহ আলমগীর হোসেন নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১১) সদস্যরা।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে তাকে রূপগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

এর আগে শুক্রবার রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তবে অভিযানের সময় আরেক সন্ত্রাসী তার ছেলে শহিদুল ইসলাম পালিয়ে যায়।

এ প্রসঙ্গে র‌্যাব ১১ এর ডিএডি ফজলুল হক জানান, চনপাড়া প‍ুনর্বাসন কেন্দ্রের আশেপাশের এলাকায় আলমগীর হোসেন ও তার ছেলে শহিদুল ইসলাম বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। পাশাপাশি তাদের অস্ত্র ব্যবসাও রয়েছে, এমন অভিযোগের ভিত্তিতে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে গুলিভর্তি একটি বিদেশিসহ আলমগীর হোসেনকে আটক করে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।