ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
না.গঞ্জের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল

ঢাকা: নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বিজ্ঞান ও শিল্প গবেষণাগার মিলনায়তনে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় আসামি যেই হোক; কাউকেই ছাড় দেওয়া হবে না। ’

এ মামলার প্রধান আসামি নূর হোসেনের সঙ্গে সংসদ সমস্য শামীম ওসমানের ফোনালাপ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নূর হোসেনের ফোনালাপের সম্পৃক্ততা পাওয়া যায়নি। যদি ফোনালাপের সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।  

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাকে (নূর হোসেন) পুলিশ-র‌্যাব-বিজিবিসহ যৌথ বাহিনীর হাতে তুলে দিয়েছে ভারত।

প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল বলেন, সারা পৃথিবীতেই অস্থিরতা চলছে, তার ছিঁটেফোটা বাংলাদেশেও রয়েছে। তবে ভয়ের কোনো কারণ নেই।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
এসএমএ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।