ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

‘অস্থিরতা বাংলাদেশেও আছে, তবে ভয় নেই’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
‘অস্থিরতা বাংলাদেশেও আছে, তবে ভয় নেই’ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল

ঢাকা: প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল বলেছেন, সারা পৃথিবীতেই অস্থিরতা চলছে, তার ছিটেফোঁটা বাংলাদেশেও রয়েছে। তবে ভয়ের কোনো কারণ নেই।



শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বিজ্ঞান ও শিল্প গবেষণাগার মিলনায়তনে এক সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাকে (নূর হোসেন) পুলিশ-র‌্যাব-বিজিবিসহ যৌথ বাহিনীর হাতে তুলে দিয়েছে ভারত।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
এসএমএ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।