ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
শ্রীপুরে পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে ছাবিনা আক্তার (৩২) নামে এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার (১৪ নভেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার দক্ষিণ ধনুয়া গ্রামের শহিদ ডিলারের বাড়িতে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।



ছাবিনা নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাই গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে। তিনি স্বামী রাশিদুলের সঙ্গে শহিদ ডিলারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন।

রাশিদুল বাংলানিউজকে জানান, তিন বছর ধরে তারা শহিদ ডিলারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে আছেন। সেখান থেকে পার্শ্ববর্তী নয়নপুর এলাকার রিদিশা নিট্রেক্স লিমিটেড কারখানার শ্রমিকদের খাবারের জন্য একটি মেস চালাচ্ছিলেন তারা।

ছাবিনার স্বামী বলেন, মেসের শ্রমিকদের রান্না নিয়ে শুক্রবার (১৩ নভেম্বর) রাতে আমাদের (স্বামী-স্ত্রীর) মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর ওইদিন রাত ১১টার দিকে দু‘জনেই ঘুমিয়ে পড়ি। ভোর সাড়ে ৬টার দিকে বাড়ির পাশেই শ্রমিকদের সকালের নাস্তা করানোর জন্য আমি মেসে যাই। পরে সোয়া ৭টার দিকে খবর পাই, ছাবিনা ভেতর থেকে দরজা বন্ধ করে ঘরের আঁড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

ছাবিনার ছোট বোন ফেন্সি আক্তার বলেন, শুক্রবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়েছে কিনা আমার জানা নেই। কী কারণে আমার বোন আত্মহত্যা করেছে তাও বলতে পারবো না।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন বাংলানিউজকে জানান, ছাবিনার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
এসকে/আরএইচএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।