ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে নারী উন্নয়ন ফোরামের কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
কুড়িগ্রামে নারী উন্নয়ন ফোরামের কর্মশালা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলার ৯ উপজেলার নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের নিয়ে জেলা নারী উন্নয়ন ফোরাম গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) কুড়িগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার উপ-পরিচালক এস এস আবু হোরায়রার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন।



কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা গর্ভনেন্স প্রজেক্টের সহায়তায় দিনব্যাপী এ কর্মশালায় বক্তব্য রাখেন চিলমারী উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ।

কর্মশালাটি পরিচালনা করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাওসার পারভীন ও উলিপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা আক্তার।

কর্মশালা শেষে জেলার ৯ উপজেলার নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের নিয়ে ভোটের মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ট ফোরাম গঠন করা হয়। এসময় সব উপজেলার চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
পিসি/


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।