ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গাংনী ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
গাংনী ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: মেহেরপুরের গাংনী ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১৪ নভেম্বর) সকাল ১১টার দিকে কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।



কলেজ অধ্যক্ষ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর-২(গাংনী) আসনের সংসদ সদস্য ও পরিচালনা পর্ষদের সভাপতি মকবুল হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও গাংনী পাইলট স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম, জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ইয়াসিন রেজা ও গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক শফি কামাল পলাশ।

কলেজের সহযোগী অধ্যাপক সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ওয়াক্কাছ আলী, নুরুল ইসলাম, বাংলাবিভাগের অধ্যাপক রফিকুর রশীদ রিজভী, অবসরপ্রাপ্ত অধ্যাপক এনামুল আযীম, কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক ইমরান হাবীব, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মিলন কলেজ ছাত্রলীগ নেতা নাজমুল হক, জাহাঙ্গীর আলম ও জীবন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।