ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গোমস্তাপুরে আগ্নেয়াস্ত্রসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
গোমস্তাপুরে আগ্নেয়াস্ত্রসহ আটক ৩ ছবি: প্রতীকী

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।
 
শনিবার (১৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে গোমস্তাপুর বাসস্টান্ড থেকে তাদের আটক করা হয়।


 
আটক অস্ত্র ব্যবসায়ীরা হলেন- গোমস্তাপুর উপজেলার কাঁঠাল এলাকার আল মামুন (২৩), শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাঙ্গামী গ্রামের সাগর আলী (২১) ও সাদ্দাম হোসেন (২২)।
 
র‌্যাব জানায়, বাসস্টান্ড এলাকায় অস্ত্র কেনাবেচা হচ্ছে -এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, দু’টি ম্যাগজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
 
র‌্যাব ৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এএসপি অলোক বিশ্বাস বাংলানিউজকে বলেন, এ ঘটনায় গোমস্তাপুর ও শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে পৃথক দু’টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।