ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বাপসা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
বাপসা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ছবি: সোহাগ / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারির (বাপসা) নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে বিভিন্ন জেলার নেতাদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় নতুন কমিটির পরবর্তী তিন বছরের কার্য পরিকল্পনা সম্পর্কে ধারণা দেওয়া হয়।



শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

পরিচিতি সভার আলোচনায় বক্ত‍ারা বলেন, সংগঠনের বিভিন্ন সমস্যা রয়েছে, সেগুলো বাস্তবতার আলোকে সমাধান করে এগিয়ে যেতে হবে। শুধু সংগঠন করলেই চলবে না, সঙ্গে সংগঠন যাতে জাতীয়ভাবে দাঁড়াতে পারে সে জন্য রেজিস্ট্রেশনও নিতে হবে। পাশাপাশি প্রতিটি জেলায় বিলুপ্ত কমিটির নির্বাচন করতে হবে।

আলোচনাসভায় বক্তরা চাকরির উন্নয়নে বিভিন্ন রূপরেখা দেবেন। তার মধ্যে রয়েছে, স্কেল গ্রেডকরণ, পদবি পরিবর্তন, সচিব নামের পরিবর্তে প্রিন্সিপাল বা ইউনিয়ন মুখ্য কর্মকর্তা রাখার প্রস্তাব।

এছাড়াও পার্বত্য জেলাসহ সব জেলার সচিবদের বেতন শতভাগে উন্নিতকরণ, প্রতিটি জেলায় প্রভিডেন্ট ফান্ড খোলা, স্থানীয় সরকারের সঙ্গে যোগাযোগ করে দাবি আদায়ের পদক্ষেপ নেওয়ার জন্য সিদ্ধান্ত হয়।

এসময় বক্তারা তাদের সংগঠনের দাবি আদায়ের জন্য দুই মাস সময় বেঁধে দেন। এই সময়ের মধ্যে দাবি আদায় না হলে তারা আন্দোলনে যাবেন বলেও সিদ্ধান্ত হয়।

এর আগে দু’ঘণ্টাব্যাপী বিভিন্ন জেলার কমিটির নেতাদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ হাবিবুর রহমান।

এতে আরও বক্তব্য রাখেন সংগঠনটির নির্বাহী কমিটির প্রথম সদস্য আতিকুর রহমান, দ্বিতীয় সদস্য আব্দুল লতিফ মোল্লা, সভাপতিমণ্ডলীর সদস্য নজরুল ইসলাম, আনোয়ার হোসেন হেলাল, মিজানুর রহমান, নুরুজ্জামান ও রুহুল আমিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
এমআইকে/আরএইচএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।