ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

হিলি সীমান্তে সাত শ্রমিক আটক

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
হিলি সীমান্তে সাত শ্রমিক আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে দেশে ফেরার সময় সাত শ্রমিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।  
 
শনিবার (১৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সীমান্তের ফকিরপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

প্রায় চার মাস আগে অবৈধভাবে ভারতের দিল্লিতে ইটভাটায় কাজ করতে গিয়েছিলেন তারা।
 
আটকরা হলেন- ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার দক্ষিণ আটঘরিয়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে জামাল হোসেন (২৫), তাইজুল ইসলামের ছেলে জহুরুল ইসলাম (১৯), আজিজুলের ছেলে রুবেল (২১), ইসরাইলের ছেলে সামাউল (১৮), আজিজুরের ছেলে জাহাঙ্গীর আলম (২০), একই এলাকার মিরমনচাদুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে রুবেল হোসেন (১৯) এবং রানীশংকৈল উপজেলার ধর্মগড় চিকনি গ্রামের খোশ মাহমুদের ছেলে জাহেরুল ইসলাম (৪৬)।
 
আটকরা জানান, তারা চার মাস আগে ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ভারতের দিল্লিতে ইটভাটায় কাজ করতে যান। কাজ শেষে দেশে ফিরে আসতে চাইলে দালালরা জনপ্রতি ১ হাজার ২০০ টাকা করে নিয়ে হিলি সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পার করে দেয়। এ সময় বিজিবি সদস্যরা তাদের আটক করে।  
 
বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আতাহার আলী বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, সীমান্তের ফকিরপাড়া এলাকায় অবৈধভাবে ভারত থেকে দেশে প্রবেশের সময় সাত বাংলাদেশিকে আটক করা হয়। পরে তাদের হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।