ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গোদাগাড়ীতে মাদকসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
গোদাগাড়ীতে মাদকসহ যুবক আটক

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে ২শ গ্রাম হেরোইন, ১শ পিস ইয়াবা ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ সোহেল রানা (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর গোয়েন্দা শাখার রাজশাহী অঞ্চলের সদস্যরা তাকে আটক করে।



সোহেল গোদাগাড়ী উপজেলার শ্রীমহন্তপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

মাদক নিয়ন্ত্রণ অধিদফতর গোয়েন্দা শাখার রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক জিল্লুর রহমান বাংলানিউজকে জানান, শনিবার দুপুরের দিকে গোদাগাড়ী উপজেলার চাপলা এলাকায় অভিযান চালানো হয়। এসময় সোহেল রানা রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল নিয়ে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। তাকে থামিয়ে শরীরে তল্লাশি চালিয়ে ২শ গ্রাম হেরোইন ও ১শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদকগুলো নিয়ে সোহেল রানা বগুড়ার নন্দিগ্রামে যাচ্ছিলেন।

পরে সোহেল রানাকে গোদাগাড়ী থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় গোদাগাড়ী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
এসএস/ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।