ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গণসঙ্গীত উৎসবে হাজারো মানুষের সমাগম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
গণসঙ্গীত উৎসবে হাজারো মানুষের সমাগম ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা: ছিঁড়ে ফেল দৃঢ় হাতে চক্রান্তের জাল -এ স্লোগানকে সামনে রেখে দুই দিনব্যাপী বৃহত্তর বরিশাল জেলা গণসঙ্গীত উৎসব-২০১৫ শেষ হয়েছে। উৎসবে কয়েক হাজার মানুষের সমাগম হয়।


 
শনিবার (১৪ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে উৎসব সমাপ্ত হয়। এর আগে, শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে বরগুনা শহীদ মিনার প্রাঙ্গণে শুরু হয় দুই দিনব্যাপী এ উৎসব।
 
শেষ দিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরগুনার জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম, পুলিশ সুপার বিজয় বসাক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লা প্রমুখ।  
 
গণসঙ্গীত পরিবেশন করেন পিরোজপুর উত্তরায়ন খেলাঘর আসর, পিরোজপুর মাস্টার অজিত সঙ্গীত বিদ্যালয়, উদীচী শিল্পী গোষ্ঠী বরগুনা জেলা সংসদ ও বরগুনা খেলাঘর জেলা কমিটি। একক সঙ্গীত পরিবেশন করেন গণসঙ্গীত শিল্পী আরিফ রহমান, ফকির সিরাজ ও মোস্তাক আহমেদ।
 
অনুষ্ঠানে সঞ্চালনা করেন উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব মুশফিক আরিফ।
 
বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।