ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহী জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
রাজশাহী জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: সড়কে নসিমন করিমনসহ অবৈধ থ্রি-হুইলার যানবাহন চলাচল বন্ধের দাবিতে রাজশাহী জেলায় রোববার (১৫ নভেম্বর) ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।
 
পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ শনিবার (১৪ নভেম্বর) বিকেলে এ ধর্মঘটের ডাক দেন।



রাজশাহী শিরোইল বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ মিছিল শেষে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন ধর্মঘটের ডাক দেন।

তিনি জানান, এর আগে কয়েকদফা স্থানীয় প্রশাসন সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করার আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেননি। তাই তাদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু এ সময়ের মধ্যেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি।
 
ফলে দাবি আদায়ের লক্ষ্যে রোববার ভোর ৬টা থেকে রাজশাহী জেলা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছেন তারা।
 
এদিকে, পরিবহন ধর্মঘটের কারণে সকাল থেকে সাধারণ যাত্রীদের ভোগান্তি শুরু হয়েছে। ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশায় করে যাত্রীরা যে যেমন করে পারছেন তেমন করে নিজেদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন বাংলানিউজকে জানান, তাদের দাবি না মানা পর্যন্ত এ ধর্মঘট চলবে।

বাংলাদেশ সময়: ১০৪০  ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এসএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।