ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

এসিডদগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এসিডদগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু

ঢাকা: আশুলিয়া থানার বুড়িবাড়ি উত্তরপাড়া এলাকায় স্বামী ছোড়া এসিডে দগ্ধ হয়ে মাজেদা বেগম (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রোববার (১৫) ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)  হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



নিহত মাজেদার বাড়ি মাগুরা জেলার শালিথা থানার আরপাড়া গ্রামে। তিনি স্বামীর সঙ্গে আশুলিয়া থানার বুড়িবাড়ি উত্তরপাড়া এলাকায় ভাড়া থাকতেন।

নিহতের খালাত ভাই একরামুল বাংলানিউজকে জানান, গত ২৫ অক্টোবর (রোববার) রাত দেড়টার দিকে স্বামী সোহাগের ছোড়া এসিড দগ্ধ হয় মাজেদা। তাদের সংসারে দুটি সন্তান। বিয়ের পর স্বামী সোহাগ তাকে প্রায়ই যৌতুকের জন্য চাপ প্রয়োগ করতো। এরই জের ধরে তাকে এসিডে ঝলসানো হয়েছে বলে দাবি করেন একরামুল।

তিনি আরও বলেন, মাজেদাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানিয়েছে তার নাক, কান ও গলাসহ শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।

আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) আজারুল ইসলাম বাংলানিউজকে জানান, সোহাগকে ধরার জন্য বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রয়েছে বলে মেডিকেল সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এজেডএস/ওএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।