ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক ছবি : প্রতীকী

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকা থেকে একটি বিদেশি পিস্তলসহ ফারুক মিয়া (২৫) নামে এক যুবকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আউচপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

তিনি স্থানীয় এরশাদ নগর এলাকার বাসিন্দা নান্নু মিয়ার ছেলে।

টঙ্গী থানার উপ পরিদর্শক (এসআই) শাহিন শেখ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র বিক্রির খবর পেয়ে শনিবার রাতে ক্রেতা সেজে পুলিশ আউচপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় কয়েকজন পুলিশ সদস্য ছদ্মবেশে ক্রেতা সেজে সাড়ে তিন লাখ টাকা দরদাম করে হাত বদলের সময় এক রাউন্ড গুলিভর্তি পিস্তলসহ ফারুককে আটক করে।

তিনি আরও জানান, স্থানীয় তালিকাভুক্ত সন্ত্রাসী সুমনের সহযোগী হিসেবে কাজ করতো ফারুক। ওই রাতে তার তিনটি পিস্তল ও গুলি বিনিময়ের কথা ছিল। এ ব্যাপারে টঙ্গী থানায় রাতেই মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
ওএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।