ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরার মুক্তিযোদ্ধা আবুল হোসেন আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
মাগুরার মুক্তিযোদ্ধা আবুল হোসেন আর নেই

মাগুরা: মাগুরার মুক্তিযোদ্ধা আবুল হোসেন (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্ন‍া লিল্লাহি... রাজিউন)।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে তিনি শহরের নান্দুয়ালীতে নিজ বাড়িতে মারা যান।



দুঃসাহসী এই মুক্তিযোদ্ধা দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন।

তিনি পুলিশের অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর ও মাগুরা প্রেসক্লাব মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলেন।

বাদ আসর (বিকেল ৪.৩০ মিনিটে) নান্দুয়ালী স্কুল মাঠে তার রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার পর নামাজের জানাযা অনুষ্ঠিত হবে। পরে নান্দুয়ালী কবরস্থানে তাকে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা পংকজ কুণ্ডু, সদর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রোস্তম আলী, জেলা উদীচী, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, মাগুরা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, প্রেসক্লাব মার্কেট সমিতিসহ বিভিন্ন সংগঠন শোক জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।