ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর কদমতলী পাটের বাগ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলামিন (২৫) নামে এক নির্মাণ শ্রমিকে মৃত্যু হয়েছে। এসময় মুন্না (১৮) নামে এক নির্মাণ শ্রমিক আহত হয়েছেন।



রোববার (১৫ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
 
আহত মুন্না বলেন, আমরা কদমতলীতে একটি নির্মাণধীন ভবনের নিচতলায় ‍ওয়েল্ডিংয়ের কাজ করা অবস্থায় এ ঘটনা ঘটে। এসময় ওই বাড়ির মালিকের ছেলে আরিফ হোসেন উদ্ধার করে আমাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। বেলা ১২টায় দায়িত্বরত চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন।

ঢামেক ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বাংলানিউজকে বলেন, নিহত আলামিনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।