ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে নিরাপত্তাকর্মীর সহয়তায় লক্ষাধিক টাকার মালামাল লুট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
সাভারে নিরাপত্তাকর্মীর সহয়তায় লক্ষাধিক টাকার মালামাল লুট

সাভার (ঢাকা): সাভারের হেমায়াতপুর এলাকায় একটি ক্যাবল কারখানার নিরাপত্তাকর্মীদের সহয়তায় লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে ডাকাতরা।

রোববার (১৫ নভেম্বর) সাভার থানা পুলিশ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে।



সাভারের হেমায়াতেপুর ‍ঋষিপাড়া এলাকার খাজা ক্যাবলস কারখানায় এ ডাকাতি হয়।

কারখানা কর্তৃপক্ষ জানায়, কয়েক দিন আগে খাজা ক্যাবল কারখানায় নিরাপত্তাকর্মীর চাকরি নেন এভেন্ড গার্ড অ্যালায়েন্স গ্রুপের রোমান নামে এক ব্যক্তি। রাতে ওই কারখানায় নিরাপত্তাকর্মীর দায়িত্ব পালন করেন তিনি। এসময় গভীর রাতে ডাকাতরা ওই নিরাপত্তাকর্মীর সহয়তায় কারখানার ভিতরে প্রবেশ করে।

এসময় ডাকাতরা কারখানার অন্য নিরাপত্তাকর্মী শামীম, হাসান, নাজমুল, নজরুলসহ পাঁচজনকে জুসের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে অজ্ঞান করান। পরে ডাকাতরা কারখানায় মজুত রাখা কয়েক লাখ টাকার তার লুট করে পালিয়ে যায়।

পরে আহত নিরাপত্তাকর্মীদের উদ্ধার করে হেমায়েতপুর এলাকায় জামাল ক্লিনিকে ভর্তি করা হয়।

এ বিষয়ে সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) জাকারিয়া হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে কারখানার ওই নিরাপত্তাকর্মী পলাতক।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, নভেম্বর ১৫,২০১৫
ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।