ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নবীগঞ্জে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
নবীগঞ্জে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত ছবি: প্রতীকী

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আইনগাঁও এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অটোরিকশা চালকসহ চারজন।



রোববার (১৫ নভেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পর বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে ওই বাসে আগুন ধরিয়ে দেন।

নিহতরা হলেন-নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের কাছন মিয়ার স্ত্রী সখিনা বিবি (৪০), তার ফুফু মখলিছ বিবি (৬০) ও একই এলাকার আব্দুল হান্নানের ছেলে সুফিয়ান (২২)।

আহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। এরা হলেন-নিহত সখিনা বিবির ননদ সাথী বেগম (২৫), সিএনজি চালিত অটোরিকশা চালক (৩০) ও হেলেনা বেগম (২২)। আহত অপরজন সখিনার শাশুড়ি বলে জানা গেলেও তার নাম জানা যায়নি। তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সখিনাসহ তার পরিবারের পাঁচ সদস্য দুপুরে অটোরিকশায় করে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে একই উপজেলার গোপলার বাজার এলাকায় যাচ্ছিলেন। পথে আইনগাঁও এলাকার দিনারপুর দাখিল মাদ্রাসার কাছে গেলে ঢাকা থেকে সিলেটগামী মামুন পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সখিনা মারা যান। এতে আহত হন চালকসহ অটোরিকশায় থাকা ছয়জন। এ অবস্থায় তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মখলিছ বিবির ও হাসপাতালে নেওয়ার পর সুফিয়ানের মৃত্যু হয়।

হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (সদর) মাসুদুর রহমান মনির জানান, দুর্ঘটনার পর পর বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বাসটিতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে হবিগঞ্জ-এক (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ও নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর চৌধুরী ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫/আপডেট: ১৭০৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।