ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শাহজালালে ৪ কেজি স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
শাহজালালে ৪ কেজি স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক ফাইল ফটো

ঢাকা: হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চার কেজি স্বর্ণসহ রওশন আলী (৩২) নামে ভারতীয় এক নাগরিককে আটক করেছে কাস্টমসের প্রিভেনটিভ দল।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেল পৌনে ৫টায় তাকে আটক করা হয়।



বাংলানিউজকে বিষয়টি জানান বিমানবন্দর কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার এসএম সোহেল রহমান।

তিনি জানান, ভারতীয় নাগরিক রওশন আলী ব্যাংকক থেকে বাংলাদেশ বিমানের বিজি-০৮৯ ফ্লাইটে বাংলাদেশে আসেন। বিমানবন্দরে এলে তাকে সন্দেহ করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ৪ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক রওশনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা কাস্টম হাউজের সহকারী কমিশনার (এসি) মো. শাহীদুজ্জামান সরকার বাংলানিউজকে বলেন, বিমানের ফ্লাইটে করে বিকেল ৪টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। তার চলাফেরায় সন্দেহ হলে কাস্টমস হাউজের প্রিভেনটিভের একটি দল তাকে আটক করে। এ সময় তার ব্যাগ তল্লাশি করে চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ২ কোটি টাকা। রওশন আলী প্রতি মাসে কয়েকবার বাংলাদেশে আসতেন ।

তিনি আরও বলেন, রওশন আলীর মোবাইল চেক করলে বোঝা যাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো কর্মকর্তা-কর্মচারী এর সঙ্গে জড়িত আছেন কি-না।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এসজেএ/এনএইচএফ/ওএইচ/এএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।