ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট নির্বাচন

সভাপতি রাজু, সম্পাদক নাসিম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
সভাপতি রাজু, সম্পাদক নাসিম

সাতক্ষীরা: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাজী নওশাদ দিলওয়ার রাজু সভাপতি ও মোস্তাফিজুর রহমান নাসিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রোববার(১৫ নভেম্বর) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার জামাল উদ্দিন বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।



তিনি জানান, ঘোষিত তফশিল অনুযায়ী রোববার ছিল ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। কিন্তু অ্যাসোসিয়েশনের ২১টি পদের প্রত্যেকটিতে একজন করে প্রার্থী মনোনয়নপত্র দাখিল করায় সবাইকেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ-সভাপতি এইচএম আরাফাত, সহ-সভাপতি যথাক্রমে অহিদুল ইসলাম, আবু মুছা ও আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, যুগ্ম সম্পাদক শাহিনুর ইসলাম শাহীন ও বিলকিস সুলতানা সাথী, সাংগঠনিক সম্পাদক আমীর হামজা, অর্থ সম্পাদক মাকসুদ খান, কাস্টমস বিষয়ক সম্পাদক দিপঙ্কর ঘোষ, কাস্টমস বিষয়ক যুগ্ম সম্পাদক মারুফ তানভীর সুজন, বন্দর বিষয়ক সম্পাদক জাকির হোসেন মন্টু, বন্দর বিষয়ক যুগ্ম সম্পাদক রাইসুল ইসলাম টুকু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আসাদুর রহমান ও দপ্তর সম্পাদক জাকির হোসেন।

এছাড়া নির্বাহী সদস্যরা হলেন- আশরাফুজ্জামান আশু, নিছার উদ্দিন, মমতাজ আহমেদ বাপী, রামকৃষ্ণ চত্রবর্তী ও নাসিম ফারুক খান মিঠু।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।