ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রাক চাপায় হোমিও চিকিৎসক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
গাজীপুরে ট্রাক চাপায় হোমিও চিকিৎসক নিহত ছবি: প্রতীকী

গাজীপুর: গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ট্রাক চাপায় আব্দুর রশিদ (৪৮) নামে এক হোমিও চিকিৎসক নিহত হয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজেন্দ্রপুর জাতীয় উদ্যান এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশিদ শ্রীপুর উপজেলার পাবুরিয়াচালা এলাকার বাসিন্দা।

নাওজোর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই বাহার আলম বাংলানিউজকে জানান, দুপুর আড়াইটার দিকে রাজেন্দ্রপুর জাতীয় উদ্যান এলাকায় রাজেন্দ্রপুরগামী একটি মোটরসাইকেলকে ময়মনসিংহগামী বাঁশবাহী একটি ট্রাক চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী আব্দুর রশিদের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।