ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নালিতাবাড়ীতে বাসচাপায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
নালিতাবাড়ীতে বাসচাপায় শিশুর মৃত্যু

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে বাসচাপায় জহুরা খাতুন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার নলজুড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 
 
মৃত জহুরা উপজেলার রাজনগর ইউনিয়নের চাঁদগাঁও গ্রামের দুলাল হোসেনের মেয়ে।  

স্থানীয়রা জানায়, জহুরা খাতুন নলজুড়া বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলো। এ সময় একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

স্থানীয় জনতা বাসটিকে আটক করেছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছেন।
 
পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।  
 
নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ হোসেন বাসচাপায় শিশু মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।