ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিকদের ন্যূনতম যোগ্যতা অন্তর্ভুক্তির চিন্তা-ভাবনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
সাংবাদিকদের ন্যূনতম যোগ্যতা অন্তর্ভুক্তির চিন্তা-ভাবনা

জাতীয় সংসদ ভবন থেকে: বর্তমানে প্রচলিত কোনো আইন বা নীতিমালায় সাংবাদিকতার ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতার কোনো মানদণ্ড নেই। তবে বাংলাদেশ প্রেস কাউন্সিল আইন-১৯৭৪ সংশোধনপূর্বক সাংবাদিকতার ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতার বিষয়টি অন্তর্ভুক্ত করা যায় কিনা যাচাই-বাছাই করা হচ্ছে বলে সংসদে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।


 
রোববার (১৫ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদে মীর মোস্তাক আহমেদ রবির (সাতক্ষীরা-২) লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ উত্তর দেন।
 
মন্ত্রী বলেন, বর্তমানে অনেক সাংবাদিক রয়েছেন যারা প্রাতিষ্ঠানিকভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত ও পেশার প্রতি দায়বদ্ধ।
 
মো. নুরুল ইসলাম ওমরের অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে অনলাইন গণমাধ্যম সম্পর্কিত কোনো নীতিমালা নেই। নীতিমালা না থাকায় অনলাইনে প্রকাশিত কোনো পত্রিকা, টিভি চ্যানেল ও রেডিও চালু করার ক্ষেত্রে নিবন্ধনের বাধ্যবাধকতা সৃষ্টি করা সম্ভব হয়নি। যে কারণে অনলাইনে প্রকাশিত কোনো পত্রিকা, টিভি চ্যানেল ও রেডিওর সঠিক পরিসংখ্যান তথ্য মন্ত্রণালয়ে নেই।
 
তিনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী অনলাইনভিত্তিক গণমাধ্যমের জন্য ‘অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৫’ প্রণয়নের উদ্যোগ নিয়েছে।

নীতিমালা প্রণয়ন কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অনলাইন নীতিমালা হলে এ সংক্রান্ত পত্রিকা,  টিভি চ্যানেল ও রেডিওর জন্য নিবন্ধন ব্যবস্থা চালু করা সম্ভব হবে।
 
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এসএম/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।