ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

হাসান আজিজুল হককে হত্যার হুমকি

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
হাসান আজিজুল হককে হত্যার হুমকি হাসান আজিজুল হক

রাজশাহী: প্রখ্যাত কথাসাহিত্যিক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক হাসান আজিজুল হককে মোবাইল ফোনে ‘প্রস্তুত থাকা’র হুমকি দেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে অপরিচিত মোবাইল নম্বর (প্রাইভেট নম্বর লেখা) থেকে কল করে তাকে এ হুমকি দেওয়া হয়।

হাসান আজিজুল হকই বিষয়টি বাংলানিউজকে জানান।

তিনি বাংলানিউজের রাবি করেসপন্ডেন্ট রফিকুল ইসলামকে বলেন, আজ বিকেলে একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে ফোন করে আমাকে বলা হয়, ‘আপনি নিজেকে চেঞ্জ (পরিবর্তন) করতে পারবেন?’ আমি বললাম, ‘আমি আমাকে কী পরিবর্তন করবো?’ তখন মোবাইলের ওপাশ থেকে বলা হয়, ‘আপনি আপনাকে পরিবর্তন করতে পারবেন না? তাহলে প্রস্তুত হন। ’ এরপর ফোনকলটি কেটে দেওয়া হয়

রাজশাহী মহানগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট শরীফ সুমনকে জানান, অধ্যাপক হাসান আজিজুল হকের বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে দেখছেন। তবে তিনি থানায় লিখিত কোনো অভিযোগ করেননি বলে জানান ওসি।

হাসান আজিজুল হক জানান, এ ব্যাপারে ভেবে পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫/আপডেট ১৮৩৭ ঘণ্টা/আপডেট ১৮৫৫ ঘণ্টা
এসএস/এইচএ/

** শিক্ষক-শিক্ষার্থীদের ক্ষোভ, তৎপর পুলিশ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।