ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পার্বতীপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
পার্বতীপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বানিয়াপাড়ায় বাসের চাপায় সামিমুর রহমান (৩৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) সকালে পার্বতীপুর-দিনাজপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।



সামিমুর জেলার বোচাগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ চন্দ্র বাংলানিউজকে বলেন, ঠাকুরগাঁও সুগার মিলে ক্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসিসট্যান্ট (সিডিএ) হিসেবে কর্মরত ছিলেন সামিমুর। সম্প্রতি রংপুরের শ্যামপুর চিনিকলে তার বদলি হয়। রোববার সকালে তিনি মোটরসাইকেলে করে নতুন কর্মস্থলে যাচ্ছিলেন। পথে বানিয়াপাড়ায় এলে ঢাকা থেকে চিরিরবন্দরগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাস সামিমুরকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী লাম্প হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এএটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।