ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

১৪ পুলিশ সদস্যের পরিবারকে ৬১ লাখ টাকা অনুদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
১৪ পুলিশ সদস্যের পরিবারকে ৬১ লাখ টাকা অনুদান ছবি: দীপু মালাকার/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গত তিন মাসে সারা দেশে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্নভাবে নিহত হওয়া ১৪ পুলিশ সদস্যের পরিবারকে মোট ৬১ লাখ টাকা অনুদান দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহিদুল হক।

সোমবার (১৬ নভেম্বর) বেলা ১২টার দিকে পুলিশ হেড কোয়ার্টারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেক পরিবারের সদস্যদের হাতে এ অনুদানের চেক তুলে দেন তিনি।



এসময় আইজিপি বলেন, যারা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মারা যারা গেছেন তাদের পরিবারের পাশে আমরা আছি থাকবো। নিহত হওয়া পুলিশদের পরিবারের সদস্যদের ছেলে-ভাই থাকলে তাদের পুলিশ হেডকোয়ার্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন তিনি। এছাড়াও সংশ্লিষ্ট জেলার ঊর্ধ্বতন কর্তকর্তাদের সঙ্গে যোগাযোগ করার জন্যও বলেন আইজিপি।

নিহত পুলিশ সদস্যরা হলেন, ডিএমপির উপ পরিদর্শক (এসআই) ইব্রাহিম মোল্লা (৩১), ইন্ড্রাট্রিয়াল পুলিশ -১ আশুলিয়া কনস্টেবল মুকুল হোসেন (২৩), ডিএমপির এসআই আবদুল মালেক (৩৯), পাবনার এটিএসআই সুজাউল ইসলাম (৩৩), নরসিংদীর কনস্টেবল আবদুস সাত্তার (৫০), ঢাকার কনস্টেবল আবদুল আজিজ (৩৫), এসবি সহকারী উপ পরিদর্শক (এএসআই) নাফিজ ইমিতিয়াজ (৩০), খাগড়াছড়ি পার্বত্য জেলার কনস্টেবল নীল আহদম শরিফ (২৫), হাইওয়ে পুলিশ কনস্টেবল জাহিদুল ইসলাম (২৮), নীলফামারী কনস্টেবল ফারুক হোসেন (৫০), একই জেলার শরিফুল (৩৫), কনস্টেবল মাইদুল ইসলাম (২৯), কনস্টেবল সামছুল আলম (৪৬). লক্ষ্মীপুর কনস্টেবল সফিকুল ইসলাম (৩০)।
 
এ অনুদান আইজিপির বিশেষ তহবিল থেকে দেওয়া হয়েছে বলে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
এসজে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।