ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ঢামেক ছেড়েছেন রণদীপম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
ঢামেক ছেড়েছেন রণদীপম সুদীপ কুমার ওরফে রণদীপম বসু

ঢাকা: রাজধানীর লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ে সন্ত্রাসী হামলায় আহত লেখক-গবেষক সুদীপ কুমার ওরফে রণদীপম বসুকে রিলিজ দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকরা।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টা দিকে ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) খাজা আব্দুল গফুর বাংলানিউজকে বিষয়টি জানান।



তিনি বলেন, চিকিৎসকরা এর আগে প্রকাশক আহমেদুর রশীদ টুটুলকে রিলিজ প্রদান করেন। একই ঘটনায় আহত তারেক রহিম চিকিৎসাধীন রয়েছেন।

গত ৩১ অক্টোবর দুপুরে লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ে প্রকাশক আহমেদুর রশীদ টুটুল, কবি তারেক রহিম ও লেখক-গবেষক রণদীপম বসুকে কুপিয়ে ও গুলি করে হত্যার চেষ্টা চালায় দুর্বৃত্তরা।

ওইদিনই সন্ধ্যা সোয়া ৬টার দিকে শাহবাগ আজিজ মার্কেটের তৃতীয় তলায় জাগৃতির কার্যালয় থেকে প্রকাশক ফয়সল আরেফিন দীপনের মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
ওএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।