ঢাকা: সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতাসহ বিভিন্ন বিষয় নিয়ে সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরীর রিট আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (১৬ নভেম্বর) বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ফরিদ আহমদ শিবলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
গত ০২ নভেম্বর হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করেন সাকার স্ত্রী ফারহাত কাদের চৌধুরী।
পঞ্চদশ সংশোধনীতে বলা আছে যে, ব্যক্তি বা ব্যক্তি সমষ্টিরও বিচার করা যাবে, এমন বিধান ও হাইকোর্টের বিচারপতিদের ট্রাইব্যুনালে পাঠানোর বিধান চ্যালেঞ্জ করে এবং সাকা চৌধুরীকে দেওয়া ট্রাইব্যুনালের রায়ও বাতিল চাওয়া হয়েছিল রিটে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ০১ অক্টোবর সাকা চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ওই রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেন সাকা চৌধুরী। আপিলে তার সর্বোচ্চ সাজা বহাল থাকে।
গত ৩০ সেপ্টেম্বর সাকা চৌধুরীর ফাঁসির সাজা বহাল রেখে আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এরপর সাকার পক্ষ থেকে রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করা হয়। এ আবেদনের শুনানি মঙ্গলবার (১৭ নভেম্বর) হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, নভেম্বর ১৬,২০১৫
ইএস/এএসআর