ঢাকা: রাজধানীর উত্তরায় পুলিশের চেকপোস্টের ব্যারিকেড ভেঙে পালানোর চেষ্টাকালে একটি প্রাইভেটকার আটক করা হয়েছে। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো ব-২৭-১৯৪৪।
সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে জসিম উদ্দিন মোড়ের চেকপোস্টের ব্যারিকেড ভেঙে উত্তরা পাঁচ নম্বর সেক্টরের দিকে পালানোর সময় এটিকে আটক করে সংশ্লিষ্ট থানা পুলিশ। গাড়িটিকে ধাওয়া করার সময় শটগানের ২-৩ রাউন্ড বুলেট ছোঁড়েন উত্তরা পশ্চিম থানার সদস্যরা।
প্রাইভেটকারটিতে স্কলাস্টিকা স্কুলের ছাত্রের একটি ইউনিফর্ম পাওয়া গেছে। এছাড়া, এতে এসএম আতিকুর নামে সুপ্রিম কোর্টের এক আইনজীবীর কাগজপত্রও পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে প্রাইভেটকারটি ওই আইনজীবীর।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মইনুল ইসলাম বাংলানিউজকে জানান, প্রাইভেটকারটি চেকপোস্টের কাছাকাছি পৌঁছালে থামতে সিগন্যাল দেয় পুলিশ। কিন্তু গাড়িটি আরও গতি বাড়িয়ে ব্যারিকেড ভেঙে রাস্তার পাশের টঙ-দোকান চূর্ণ করে উত্তরা পাঁচ নম্বর সেক্টরের দিকে পালাতে থাকে। পুলিশ পিছু নিয়ে ধাওয়া করে সেটিকে পাঁচ নম্বরের সেক্টরের ৯৯ রোডের ২৬ নম্বর হাউসের সামনে থেকে আটক করে। তবে, টঙ-দোকানের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ায় ৬-৭ জন আহত হয়েছেন। তাদের নিকটস্থ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এসআই আরও জানান, গাড়িটিকে ধাওয়া করার সময় শটগানের ২-৩ রাউন্ড বুলেট ছোঁড়েন পুলিশ সদস্যরা। গাড়িটি ২৬ নম্বর হাউসের সামনে রেখে পালিয়ে যায় চালক। এ কারণে কাউকে আটক করা যায়নি।
তবে, স্থানীয় লোকজনকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। প্রাইভেটকারটি উত্তরা পূর্ব থানায় নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান মইনুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
এসজেএ/এইচএ