সাতক্ষীরা: আন্তর্জাতিক সহনশীলতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে থেকে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট র্যালিটি বের করে।
পরে সাতক্ষীরা প্রেসক্লাব চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নাজুমল আহসান।
সেখানে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জেলা সমন্বয়কারী আমিনা বিলকিস ময়না, সাংবাদিক এম. কামরুজ্জামান, শরীফুল্লাহ কায়সার সুমন, কৃষ্ণ ব্যানার্জি, রাশেদ হোসেন, জয়নাব বিনতে আহমেদ, সঞ্চিতা কর্মকার, আফতাবুজ্জামান, নীলুফা ইয়াসমিন ও মুনিয়া পারভিন প্রমুখ।
বক্তারা বলেন, মানব সমাজ স্বাভাবিকভাবেই বৈচিত্র্যময় এবং এই বৈচিত্র্যময় পৃথিবীতে ভিন্ন মত ও সম্প্রদায়ের মধ্যে ভাবের আদানপ্রদান ও সম্প্রীতি নিশ্চিত করতে মানুষের মধ্যে সহনশীল মনোভাব প্রয়োজন। সমাজে বিভিন্ন ধর্ম, ভাষা, সংস্কৃতি ও জাতিসত্তার উপস্থিতি সংঘাতের পথকে প্রশস্ত করে না। বরং সহনশীল পরিবেশ এ সামাজিক বাস্তবতাকে সঠিক পথে পরিচালনার মাধ্যমে সমাজের অন্তর্নিহিত সক্ষমতা বৃদ্ধি করে।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
পিসি